আশাশুনি, (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক এম এম সাহেব আলীকে উপজেলা কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে। তিনি উপজেলা কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ভূমিহীন সমিতির নের্তৃবৃন্দ। গতকাল সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বাবু বিশ্বজিৎ কুমার সাধু স্বাক্ষরিত আশাশুনি উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এ কমিটিতে আশাশুনি ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ সভাপতি উপজেলা নাগরিক সমাজের যুগ্ম সম্পাদক সাংবাদিক এম এম সাহেব আলীকে আইনবিষয়ক সম্পাদক হিসাবে মনোনীত করেছেন। তিনি আইনবিষয়ক সম্পাদক মনোনীয়ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা ভূমিহীন সমিতির সাবেক সভাপতি এম এ আব্দুল হাদি, বর্তমান সাধারন সম্পাদক শহিদুল ইসলাম ও সদর ইউনিয়নের সভাপতি জিয়াউল হক, সাধারন সম্পাদক মইনুল ইসলাম, কাদাকাটি ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান, সম্পাদক মিজানুর রহমান মিজান প্রতাপনগর ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, শোভনালী ইউনিয়ন নজরুল ইসলাম রজব, সাধারন সম্পাদক মুনছুর আলী, সাবেক সভাপতি হাবিবুল্লাহ বৈদ্য, সাধারন সম্পাদক শাহাবুদ্দীন সরদার, মহিলা নেতৃ নাজমা খাতুন, বড়দল ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক রাজু, সাবেক সভাপতি সমীরন সরকার, আশাশুনি ভূমিহীন সমিতির সদস্য আব্দুল মান্নান, আব্দুল হুদা, আসলাম হোসেন, আমিরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন ভূমিহীন সমিতির বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
