আশাশুনি, (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জেলা জাতীয় পার্টির নেতা নুরুল ইসলামের সুস্থতা ও উপজেলা জাতীয় পার্টির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মোড়লের রুহয়ের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় গেইট সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা জাতীয় পার্টির নেতা নুরুল ইসলামের সুস্থতা ও আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট নাট্য শিল্পী সকলের প্রিয় মানুষ আব্দুস সালাম মোড়লের রুহয়ের মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সভাপতি নুরুল হুদার সভিপতিতে আশাশুনি থানা জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকি বিল্লাহর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, উপজেলা নাগরিক সমাজের সহ সভাপতি আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস, এম সাহেব আলী, উপজেলা কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ সভাপতি এমএম সাহেব আলী, নাগরিক সমাজের কর্মকর্তা প্রভাষক মাসুদুর রহমান, আশাশুনি বাজার বণিক সমিতির উপদেষ্টা বিল্লাল হোসেন, জাতীয় মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, ক্যাশিয়ার জাবেরুল্লাহ, জাতীয় পার্টির নেতা আব্দুল আলিমসহ উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ।
