Monday, September 16, 2024

অবশেষে ৫ হাজার মানুষের স্বেচ্ছাশ্রমে পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত সম্পন্ন

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অবশেষে খুলনার পাইকগাছার দেলুটির কালিনগরের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা সম্ভব হয়েছে। ৫ম দিন আজ ২৬ আগস্ট ২০২৪ রোজ সোমবার প্রায় ৫ হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করে বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করে। এদিকে টানা ৫ দিন পানি বন্দি থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকাযর মানুষ। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকলেও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত নৌযান না থাকায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে ভোগান্তিতে পড়ছেন ত্রাণ বিতরণকারীরা। গবাদি পশু ও শিশু সন্তানদের নিয়ে ওয়াপদার রাস্তায় খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে শত শত পরিবার। দ্রুত পানি নিষ্কাশনসহ বাসস্থান নির্মাণে সরকারি-বেসরকারি সহায়তার দাবী জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ।
উল্লখ্য, গত ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবঁাধ ভেঙ্গে ২২ নং পোল্ডারের ১৩টি গ্রাম প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পড়ে ১৫ হাজার মানুষ। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে হাজার হাজার মানুষ প্রতিদিন বঁাধ মেরামতের চেষ্টা করলেও জোয়ারের পানিতে মেরামতকৃত বাঁধ ভেঙ্গে যাওয়ায় সবচেষ্টা বিফলে যায়। অবশেষে সোমবার দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও সোলাদানার সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে প্রায় ৫ হাজার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাঁধ মেরামতের কাজ সম্পন্ন করেন। এদিক টানা ৫ দিন গবাদি পশু, শিশু সন্তান নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। নোয়াই গ্রামের করবী মন্ডল জানান, আমাদের বেশীর ভাগ কাঁচা ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। এখন থাকার জন্য পর্যাপ্ত তাবু প্রয়োজন। শিশু সন্তানদের নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন বলে জানান হরিণখোলা গ্রামের সাধনা গোলদার। রুমি মন্ডল জানান, বৃষ্টির মধ্যে খোলা আকাশের নীচে পরিবার নিয়ে চরম বিপাকে ছিলাম। বাংলাদেশ নৌবাহিনী তাবু স্থাপন করে দেওয়ায় তাবুর মধ্যেই পরিবার নিয়ে জীবন ধারণ করছি। এদিকে দুর্গত মানুষের জন্য সরকারি-বেসরকারিভাবে ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও দুর্গত মানুষের কাছে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন ত্রাণ বিতরণকারীরা। হৃদয় পাইকগাছা সংগঠনের রইচ উদ্দীন বলেন, বিগরদানা থেকে দারুনমল্লিক পর্যন্ত একটি মাত্র রাস্তা। এ রাস্তা দিয় ত্রাণের গাড়ী চলাচল সহজ নয়। পাশাপাশি ত্রাণ সামগ্রী নামানোর পর দুর্গত এলাকার ভিতরে অবস্থানরত মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌছানোর জন্য পর্যাপ্ত নৌযান নাই। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে ত্রাণ বিতরণ কারীদের। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, বঁাধ মেরামতহলেও পরবর্তীতে দ্রুত পানি নিষ্কাশন, কৃষি ও বাসস্থান পুনর্বাসন জরুরী। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সহায়তার দাবী জানান স্থানীয় এ জনপ্রতিনিধি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article