Tuesday, August 26, 2025

৮ আগষ্ট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন; পাইকগাছা পৌর বিএনপির প্রস্তুতি সভা ও সম্মেলনের তফশীল ঘোষনা

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আগামী ২৮ আগষ্ট পাইকগাছা পৌরসভা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা ও সম্মেলনের তফশীল ঘোষনা করা হয়েছে। আজ ২১ আগস্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোহর আলী সরদারের পরিচালনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আতাউর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুর রহমান ডালিম, আব্দুল করিম, জাকির হোসেন, শাহাবুদ্দিন আহম্মেদ, সরদার সুবহে সাদিক, মোঃ রফিকুল ইসলাম, পৌর যুবদলের সম্পাদক আনারুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল পারভেজ। সভাশেষে পৌর বিএনপির নির্বাচন কমিশনার জিএম মিজানুর রহমান তফশীল ঘোষণা করেন। তফশীল অনুযায়ী আগামী ২৮ আগষ্ট নির্বাচন, ২২ ও ২৩ আগষ্ট বেলা ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন ক্রয় ও জমা, ২৩ আগষ্ট বিকেল ৪ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যাচাই বাচাই ও প্রত্যাহার এবং ৫ টা থেকে ৬ টা পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article