Saturday, August 9, 2025

সাতক্ষীরার দেবহাটায় ২০০ বোতল ফেন্সিডিলসহ দু’জন আটক

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকা থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ০৮ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর চাপারডাঙ্গী এলাকার মোঃ মোশারফ হোসেন সরদারের ছেলে মোঃ জয়নাল আবেদীন সরদার (৪৫) ও দেবহাটা উপজেলার ভেন্নাপোতা গ্রামের মোঃ মোশারফ হোসেন সরদারের ছেলে মোঃ জাহিদুর রহমান জুয়েল (৩৩)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুষ্পকাটি বিসমিল্লাহ ব্রিক্স-এর সামনে সাতক্ষীরা টু শ্যামনগরগামী পাকা রাস্তার উপর হতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় দুই চোরাকারবারিকে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতরা চিহ্নিত মাদক চোরাকারবারি। তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় নিয়মিত মাদক মামলা হয়েছে বলেও জানান তিনি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article