Saturday, August 2, 2025

সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান

Must read

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : ‘প্রবাসীর অধিকার-আমাদের অঙ্গীকার,বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই স্লোগানকে সামনে রেখে রেমিট্যান্স যোদ্ধা ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ ০২ আগস্ট ২০২৫ রোজ শনিবার সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর সম্মাননা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার উপপরিচালক মোস্তফা জামান।

জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস সাতক্ষীরার জরিপ কর্মকর্তা আব্দুল মজিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী প্রমুখ।

এবছর সাতক্ষীরা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ০৪ জন প্রবাসী কর্মীকে সম্মাননা প্রদান করা হয়। বিজয়ী কর্মীরা হলেন মালেশিয়া প্রবাসী রত্মা খাতুন। তাঁর প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ১,৩৮,৯০,০৪৮/- টাকা। মালেশিয়া প্রবাসী লাবনি মো. কামরুজ্জামান। তাঁর প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ১,১৭,৬৪,৯৭৭/- টাকা। মালেশিয়া প্রবাসী হুমায়ুন কবির ১৬,৫১,৫৪৯/- টাকা।নরওয়ে প্রবাসী সুমাইয়া সিদ্দিক ১১,৬৬,০৬৮/= টাকা। এছাড়া সাতক্ষীরা জেলা হতে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী এজেন্সি আল নূর ইন্টারন্যাশনাল (আরএল- ০৬৮৯) স্বত্বাধিকারীর মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সম্মাননা প্রদান করা হয় ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article