Saturday, August 9, 2025

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Must read

 

নিজস্ব প্রতিনিধি : “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ জুন ২০২৪ রোজ বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান (বাবু), সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সামাজিক বনায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জি এম মারুফ বিল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। এসময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপক আশেক ই-ইলাহী, অধ্যাপক মোজাম্মেল হোসেন, বেলা খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফিজুর রহমান মুকুল, স্বদেশ নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচাল শেখ আফজাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্র্রণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও গাছের চারা বিতরণ এবং বিকালে শহরের প্রাণসায়ের খালপাড়ে গাছের চারা রোপন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article