Monday, November 17, 2025

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং সুন্দর আগামীর পথে অবদান রাখার লক্ষ্যে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজন করেছে “মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”।

আজ ০৭ নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা জেলার সদর উপজেলা ব্যতীত বাকি ছয়টি উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৩১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জুবায়ের হোসেন। তিনি বলেন,
“কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়ব—এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই আয়োজন। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আজকের প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতের সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিই আমাদের উদ্দেশ্য।”

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম। তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, চিন্তা ও মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাক। একটি মেধাভিত্তিক, নৈতিক ও আলোকিত প্রজন্ম গড়াই কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের লক্ষ্য।”

অভিভাবক ও শিক্ষকরা এমন আয়োজনের প্রশংসা করে বলেন, “এমন ইতিবাচক উদ্যোগ শিশুদের মধ্যে প্রতিযোগিতা, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়ায়। আমরা চাই, এ ধরণের আয়োজন প্রতি বছর হোক।”

কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ জেলার শিক্ষাক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article