তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি : সুমন সাউন্ড সিস্টেম এর উপর হামলা, ভাংচুর ও লুটপাটকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে কর্মবিরতি পালন এবং মানববন্ধন করেছে পাইকগাছার সাউন্ড, লাইট ও ডেকোরেটর ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা আজ ৩০ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার সকাল থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। এছাড়া বিকাল পৌনে ৪ টার সময় পাইকগাছা প্রেসক্লাব ও উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। ডেকোরেটর ব্যবসায়ী রজত আলীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ আব্দুর রহমান, নুরুজ্জামান টিটু, আব্দুল কুদ্দুস, জগন্নাথ দেবনাথ, ইমরান হোসেন, লাবন্য, কালু, আবুল কাশেম, আসাদুল ইসলাম, ইউনুস আলী, ইমন হাসান, রিয়াদ, সজীব, তরিকুল ও মাসুদ।
