সাতক্ষীরা প্রতিনিধি : “ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি”—এই আবেগঘন চিত্রকল্পকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সম্প্রতি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই ২০২৫ রোজ বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা মোসলেমা একাডেমি প্রাঙ্গণে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা মোসলেমা একাডেমির শিক্ষক জনাব আলাল হোসেন ও রাশেদুজ্জামান প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া করা হয়।