Sunday, August 10, 2025

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা-৬ আসনে এমপি প্রার্থী মাওঃ মুনিরুল ইসলামের সংবর্ধনা

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা -৬ (পাইকগাছা -কয়রা) আসনে এমপি প্রার্থী ও জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মুনিরুল ইসলামের সংবর্ধনা ও মতবিনিময় সভা এবং পাইকগাছা কয়রা কমিটি পুনর্গঠন সহ শাপলা, জুলাই আগস্টে শহীদের রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই ২০২৫ রোজ শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে বাংলাদেশ খেলাফত মজলিসের কয়রার সভাপতি মাওঃ আকরাম হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন, কয়রা হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, মহানগর কোষাধ্যক্ষ মাওঃ মুজাহিদুল রহমান ও মুফতি সালীমুল্লাহ। সংগঠনের হরিঢালী ইউনিয়ন সভাপতি মাওঃ সাদেক এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, মাওঃ আনিস বিন সোহরাব, যুব মজলিস সভাপতি মাওঃ তৈয়বুর রহমান, হাফেজ মোসাদ্দেক বিল্লাহ, মাওঃ আব্দুল্ল্যাহ, মাওঃ মেসবাহ, হাফেজ হুসাইন, মাওঃ আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ সাকি, ফয়সাল আহমেদ, মোঃ আমান উল্লাহ, মাওঃ গোলাম রব্বানী, মাওঃ আবু সাঈদ। এসময় থানা ও ইউনিয়ন কমিটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত খুলনা -৬ (পাইকগাছা -কয়রা) আসনে রিকশা প্রতীকের এমপি প্রার্থী ও জেলা সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মুনিরুল ইসলামকে দলীয় নেতা-কর্মীরা সংবর্ধনা দেন। এসময় মাওঃ মুনিরুল ইসলাম বলেন, এ সংবর্ধনার প্রাপ্ত আমি না। এ সংবর্ধনা পাইকগাছা- কয়রার আপামর জনসাধারণের। আমরা চাই দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত পাইকগাছা কয়রায় রাজনীতির জন্য পরিচ্ছন্ন একটা ময়দান কায়েম করা। মূল লক্ষ্য খোলা ফায়ের রাশেদীনের দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের একমাত্র কাজই মূল লক্ষ্য।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article