তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার লতায় জমি অধিকরণ না করে ঠিকাদার ইকবাল জোমাদ্দার কর্তৃক জোর পূর্বক ব্রীজ নির্মানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার বিকালে এলাকাবাসীর আয়োজনে হানি মুনকিয়া ড্রাম ব্রীজ চত্বরে নূর ইসলাম সরদারের সভাপতিত্বে মানববন্ধন পুর্ব প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু মুছা সরদার। শহিদুল ইসলাম খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক নিত্যরঞ্জন বাছাড়, আনিচ সানা, আব্দুল আজিজ, আজিজুল গাজী, হাশেম ঢালী, শাহাজান সরদার, খোকন গাজী, ছবুর হাওলাদার, আবু তুহিন হাওলাদার ও নাছির আকন। বক্তারা বলেন ব্রীজ নির্মান করা হোক আমরা এটা চাই, কিন্তু অসহায় নূরইসলামের জমি অধিকরণ না করে তার জমির উপর ব্রীজ নির্মান হলে এটা হতে দেওয়া হবেনা। অবিলম্বে অসহায় নূরইসলামের জমি অধিগ্রহণ করে ব্রীজ নির্মানের জোর দাবী জানান এলাকাবাসী।
