Saturday, August 9, 2025

পাইকগাছায় মোটর সাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Must read

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা পাইকগাছায় মোটর সাইকেল ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। জানা গেছে, আজ ০৫ জুন ২০২৪ রোজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া এলাকা থেকে যাত্রী নিয়ে শাহাপাড়া গ্রামের আনছার গাজীর ছেলে ভ্যানচালক ইসমাইল গাজী(৬০) পৌরসদরের দিকে আসছিলো। অপরদিকে পৌরসদরের শিক্ষক আবিদুর রহমানের ছেলে কলেজ ছাত্র রিয়াদ গাজী (২৫) ও গড়ইখালী ইউনিয়নের গড়ইখালী গ্রামের হারুন গাইনের ছেলে মাহাবুর গাইন(২৮)
মোটরসাইকেল যোগে জায়গীরমহলের খান সাহেব কোমর উদ্দীন কলেজে যাচ্ছিল। পথিমধ্যে শিবসা সেতু সংলগ্ন স্মরনখালী নামক স্হানে পৌছালে মোটর ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংষর্ষ হয়। এ সময় ঘটনাস্হলে ভ্যান চালক ইসমাইল গাজীর মৃত্যু হয়। পথচারিরা মোটর সাইকেলে থাকা রিয়াদ গাজী ও মাহাবুর গাইন কে আহত অবস্হায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্হায় দুই জনের মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ জানান।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,উপজেলার স্মরনখালী এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্হলে গিয়েছিলাম। এ ঘটনায় ৩ জনের মত্যু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article