Tuesday, January 20, 2026

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ ২০ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর বিদ্যালয় মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান শিক্ষক দেবাশীষ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রুহুল আমিন গাজী, প্রাক্তন শিক্ষক অখিল চন্দ্র সরকার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন। সিনিয়র শিক্ষক ইমরুল কায়েস এর সঞ্চালনায় ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার শীল। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রবিউল ইসলাম, হুমায়ুন কবির, আল আমিন হুসাইন ও রাবেয়া সুলতানা। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article