Sunday, August 10, 2025

দেবহাটায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মৎস্য সেডের সাকো সংস্কার

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মৎস্য সেডের সাকো সংস্কার করা হয়েছে। দেবহাটা উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র পারুলিয়া মৎস্য সেডের সাথে পারুলিয়া সাপমারা খালের সংযোগস্থলের সাকোটি মুক্তিযোদ্ধা ও কয়েকজন সমাজসেবকের নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে। যার কারনে মৎস্য সেডটির বিভিন্ন বর্জ্য ও ময়লা পানি সরাসরি খালের যাওয়ার পথ উন্মুক্ত হয়েছে এবং একপাশের মানুষ অন্য পাশে সহজে যেতে পারছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম জানান, পারুলিয়া মৎস্য সেডটির সাথে সাপমারা খালের সংযোগ স্থানটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বন্ধ ছিল। যার কারনে মৎস্য সেডের বর্জ্য ও ময়লা পানি খালে যেতে সমস্যা হচ্ছিলো এবং একপাশের মানুষ অন্য পাশে যেতে বিড়ম্বনায় পড়ছিল। একারনে তিনিসহ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, মৎস্য ব্যবসায়ী নুর আমিন, সাবেক মেম্বর আব্দুল কাদের, সাবেক মেম্বর জিয়াদ আলী, আবুল হোসেন, আরশাদ আলী, আবু দাউদ আলম, আব্দুর রাজ্জাক ও আনিসুর রহমান মিলে সংযোগস্থানটিকে সংস্কার করে দিয়েছেন। যার কারনে এখন সহজেই একপাশের মানুষ অন্যপাশে যেতে পারছে এবং মৎস্য সেডটির ময়লা পানি খালে যেতে পারছে। এধরনের কাজের জন্য এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article