Wednesday, August 6, 2025

দেবহাটায় বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় বিএনপি নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর নেতৃত্বে অস্ত্র বিরোধী অভিযানের সময় দেবহাটার খলিশাখালী ভূমিহীন জনপদে গনপিটুনিতে কামরুল ইসলাম নামে একজন মারা যায়। এঘটনার পরে নিহত কামরুলের স্ত্রী বাদী হয়ে দেবহাটা থানায় দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নলতা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমানসহ কয়েকজন বিএনপি নেতাদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে। যার কারনে দেবহাটা ও কালীগঞ্জ বিএনপির আয়োজনে আজ ১৩ নভেম্বর ২০২৪ রোজ বুধবার বিকাল ৩টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, সাবেক জেলা যুবদলের নেতা সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শরিফুজ্জামান সজিব, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সচিব মোমতাজুর রহমান চন্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বাংলাদেশ প্রতিবাদ কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ইউপি সদস্য মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক আহসানুর রহমান রাজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশ ও মানববন্ধনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বিএনপি নেতাদের নামে এই বৈষম্যমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে যে সমস্ত ভূমিদস্যুরা এই খলিশাখালী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে আসামী করতে হবে। একশ্রেনীর ভূমিদস্যুরা নিজেদের স্বার্থে নিরীহ ভূমিহীনদের ব্যবহার করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে এই এলাকায় শান্তি স্থাপন করার জন্য নেতৃবৃন্দ প্রশাসনকে অনুরোধ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article