Friday, November 28, 2025

দেবহাটায় জামিয়া ইসলামীয়া নূরানী কিন্ডারগার্টেনে ফলাফল প্রকাশ

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় একটি মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাঝপারুলিয়া জামিয়া ইসলামীয়া ফয়জুল উলুম নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার আয়োজনে আজ ২৮ ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার মাদ্রাসা চত্বরে উক্ত ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামিয়া ইসলামীয়া ফয়জুল উলুম মাদ্রাসায় পরিচালক মুফতি আব্দুর সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম। প্রধান অতিথি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক এবং দ্বীনি শিক্ষা গ্রহনের জন্য ও একজন আদর্শ মানুষ হিসেবে সন্তানদেরকে গড়ে তোলার জন্য শিশুদেরকে মাদ্রাসায় ভর্তি করতে অভিভাবকদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম ও মাওলানা মুফতি আব্দুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাফেজ আশরাফ আলী, মুফতি রাকিব হাসান, মুফতি কামাল উদ্দিন, মুফতি আবু সাঈদ, মাওলানা শহিদুল ইসলাম জমিরী, মুফতি হারুনুর রশিদ হাবিবী, সাংবাদিক সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, অভিভাবকগণসহ এলাকায় অনেকেই উপস্থিতি ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মাঝে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article