Wednesday, November 5, 2025

দেবহাটায় ১৭ বিজিবির অধিনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপির শুভ উদ্বোধন

Must read

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় ১৭ বিজিবির অধিনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপির শুভ উদ্বোধন করা হয়েছে। ০১ জুন ২০২৫ রোজ রবিবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত নবনির্মিত বিওপি ক্যাম্প উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার  রিজিয়ন সদর দপ্তর বিএ-৪৫৫২ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি। তিনি নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপি শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন। এই বিওপি উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার বিএ-৬৩৬০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি, আর্টিলারী, রিজিয়ন সদর দপ্তর যশোরের বিএ-৫৮৯০ লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিএসপি, পিএসসি, আর্টিলারী, পরিচালক (অপারেশন), নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক
বিএ-৬৯০৮ লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্, ভারপ্রাপ্ত গ্রুপ কমান্ডার  এফআইজি, যশোরের বিএ-৬১৪২ মেজর মোঃ আমিনুল ইসলাম, জি+, আর্টিলারীর অধিনায়ক সৈয়দ আব্দুর রউফ, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক বিএসএস-১০২৪৮৩ মেজর সুস্মিত শোভন দাস, নবনির্মিত ছুটিপুর বিওপির সুবেদার ইমান আলী, নায়েক সুবেদার ফিরোজ হোসেন, নায়েক আবুল কালামসহ রিভারাইন ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এবং নীলডুমুর ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্য ও বিজিবি কর্তৃক আমন্ত্রিত দেবহাটা রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছুটিপুর বিওপি উদ্বোধন শেষে বিওপিতে দুস্থ অস্বচ্ছল স্থানীয় রোগীদের জন্য চলমান ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থ ১২০ জন সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় সীমান্ত সুরক্ষা, চোরাচালান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি বিজিবিকে দিক নির্দেশনা প্রদান করেন। শেষে প্রধান অতিথি ক্যাম্প প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article