Friday, November 28, 2025

দেবহাটায় সুশীলনের আয়োজনে ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উপজেলার পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের ৪টি গ্রামকে ক্লিন ও হেলদি গ্রাম ঘোষনা করা হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার বিকাল ৪টায় পারুলিয়ার বড়শান্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বড়শান্তা ও খেজুরবাড়িয়া গ্রামকে ক্লিন ও হেলদি ভিলেজ ঘোষনা করেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে সুশীললনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সুশীলনের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোবারক হোসেন, শিশু ফোরামের সভাপতি খাদিজা খাতুন প্রমুখ। একই দিনে কুলিয়া ইউনিয়নের নুনেখোলা ও শ্যামনগর গ্রামকে ক্লিন ও হেলদি গ্রাম ঘোষনা করেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার মন্ডল। সুশীলনের কর্মকর্তারা প্রতিটি গ্রামকে উন্নয়নের ছোয়া দিতে এবং গ্রামের মানুষকে আত্নস্বাবলম্বী করতে এধরনের কার্য্যক্রম অব্যাহত থাকবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article