Sunday, August 3, 2025

দেবহাটা সাহিত্য পরিষদ ও শিল্পকলা একাডেমির আয়োজনে ইউএনওর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা সাহিত্য পরিষদ ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। ০১ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার সন্ধ্যা ৭টায় দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ইছামতি পিকনিক স্পট মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমী শিক্ষক মো. আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, উপজেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম, শিল্পকলা একাডেমীর কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সাহিত্য পরিষদের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক মো. বাহাউদ্দীন প্রমুখ। আলোচনা পরবর্তীতে আবৃত্তি ও এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের পাশাপাশি আবৃত্তি এবং সংগীত পরিবেশন করে সবাইকে আনন্দ দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এছাড়া আবৃত্তি করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার, মো. বাহাউদ্দিন এবং সাংবাদিক আমিরুল ইসলাম। সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পীদের মধ্যে শিশু শিল্পী শ্রেয়া দাশ, দীপান্বিতা দাশ, প্রেমা অধিকারী ও পিয়ন অধিকারী। এছাড়া প্রফেশনাল শিল্পী পরিতোষ সরকার, সুজিত কুমার বাউল, মোবারক আলী, অধীর কুমার গাইন, মোক্তার আলী, আব্দুল আজিজ ও মেহেদী হাসান কাজল। অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে একাডেমি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে কিছু উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article