আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুরে গ্রামের সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় এবং মাদ্রাসার নতুন দ্বি-তলা ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার সকাল দশটায় দরগাহপুর বাগদাদীয়া রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলহাজ্ব হাফেজ মাওঃ খাইরুল বাশারের সভাপতিত্বে ও হাফেজ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। প্রধান আলোচক ছিলেন, হাফেজ ক্বারী মাওঃ আরিফুল ইসলাম আজাদী। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মরহুম মাওলানা রিয়াছাত আলীর পুত্র মাওলানা নূরুল আবছার মুরতাজা, অধ্যাপক মোসলেম উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার শেখ মনিরুল ইসলাম এজাজ, দরগাহপুর ইউনিয়ন জামায়াত আমীর প্রফেসর আব্দুল গনি, সেক্রেটারি মাওঃ জাকির হোসেন, রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবর রহমান। ইসলামী সংগীত পরিবেশন করেন কপোতাক্ষ শিল্পী গোষ্ঠীর পরিচালক আব্দুর রহমান, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক প্রমুখ।