আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
শেখ তারিকুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে নির্বাচন করা হয় শেখ আজবার আলীকে। সাধারণ সম্পাদক মোঃ বাদশাহ গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন গাজী, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ মফিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।