তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা এবং সাতক্ষীরার ১৩টি এনজিও এবং সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে গঠিত হাব- সমতা ফোরাম’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমিজ ফাউন্ডেশন’র আয়োজনে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার সকালে তালার ভূমিজ ফাউন্ডেশন’র সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, হাব’র সভাপতি আনিচুর রহমান। ভূমিজ ফাউন্ডেশন’র সুশিল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ভূমিজ ফাউন্ডেশন’র নর্িাহী প্রধান অচিন্ত্য সাহা, স্বদেশ এর পরিচালক মাধব চন্দ্র দাস, হাব’র সম্পাদক রুপালী পরিচালক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সোমা সরকার, আইডিয়াল’র পরিচালক নজরুল ইসলাম, রুপালী প্রতিনিধি সাংবাদিক জুলফিকার রায়হান, প্রেসক্লাব প্রতিনিধি সেলিম হায়দার ও সেকেন্দার আবু জাফর বাবু, অন্ত্যজ পরিষদ নেতা ইমদাদুল হক, স্বরসতী দাস, নারী উন্নয়ন সংস্থা প্রতিনিধি লক্ষী সরকার, নারগিস বেগম, আমরা বন্ধু ফাউন্ডেশন’র প্রান্ত প্রমুখ। এসময় হাব’র অন্তর্ভুক্ত ১৩টি সংগঠনের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় হাব’র বতমান কাজ এবং ভবিষ্যতে অ্যাডভোকেসি পরিকল্পনা এবং হাব’র প্রকাশনা বিষয়ে আলোচনা হয়। এসময় সকলে একসাথে হয়ে হাব’র উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।