তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২৫ পালিত হয়েছে। বেসরকারি সংস্থা আমরাই পারি এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে, নাগরিক প্রকল্পের মাধ্যমে দিবসটি পালনে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে সকালে একটি র্যালী তালার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা উপজেলা নাগরিক ফোরামের সভাপতি সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি দেবোকী রানী ও উপজেলা তথ্য আপা মুক্তি রানী ঘোষ। মনিশংকর হালদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বিডিইআরএম এর সাতক্ষীরা জেলা সভাপতি দিলিপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, সমাজ কর্মী ভবতোষ মন্ডল ও দলিত নেত্রী স্বরস্বতী দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় তথ্য আইন বাস্তবায়ন, সরকারি ও বেসরকারি সেবাখাত থেকে তথ্য অধিকার নিশ্চিত করা সহ তথ্যের ব্যবহারের উপর আলোচনা হয়।