তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালার় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন- ছায়া বিথী ক্লাবের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে হতে সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি তালার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছায়া বিথী ক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান সাইদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
ছায়া বিথী’র অন্যতম সদস্য শিক্ষক নাসির উদ্দীন নাহিদ’র সার্বিক তত্ত্বাবধানে এবং হাফিজুর রহমান হাফিজ ও মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছায়া বিথী ক্লাবের প্রধান উপদেষ্টা এম. মফিদুল হক লিটু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াসিন উল্লাহ, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জোর্দার ফারুক হোসেন, তালা উপজেলার প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, তালা বাজার বণিক সমিতির উপদেষ্টা রেজাউল ইসলাম রেজা, ছায়া বিথী ক্লাবের মহিলা সম্পাদিকা নাজমিন আক্তার কেয়া, মাস্টার মারুফ হোসেন মুকুল, সাতক্ষীরা কোর্টের এপিপি অ্যাডভোকেট মো. আজিজ, অ্যাডভোকেট আসাদ, ছায়া বিথী ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এহসান উল্লাহ, মীর মিল্টন, আহমাদ আলী, ছাত্রনেতা রিপন, আব্রাহাম রাসেল, যুবনেতা নুরু, রেজা ও কবির প্রমুখ।
সভায়- মাদক মুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষ রোপণ ও সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।
সভা শেষে গাছের চারা বিতরন সহ নবগঠিত তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানোর হয়। এছাড়া, সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব’র সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়।