সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় চলতি ইরি বোরো মৌসুমে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। আজ ০১ ডিসেম্বর ২০২৪ রোজ রোববার দুপুরে উপজেলার স্বাধীনতা স্মৃতি চত্ত্বরে এ সহায়তা দেয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার ওয়ালদ হোসেন। জানা গেছে, চলতি মৌসুমে ডুমুরিয়া উপজেলায় ব্যাপক ভাবে ধানের চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। যা বাস্তবায়নে সমলয় পদ্ধতিসহ বিভিন্ন ব্লকে কৃষকদের প্রদর্শণী দেয়া হচ্ছে।