সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার শোভনা গাবতলা বাজার ব্যবসায়ীদের ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। ৩০ জুন ২০২৫ রোজ সোমবার সন্ধ্যায় শোভনা গাবতলা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডাঃ মনিন্দ্রনাথ মল্লিক এবং সঞ্চলায় ছিলেন সাধারণ সম্পাদক আবু সাইদ শেখ। এ সময় বাজার নিয়ে সার্বিক আলোচনা ও পরিচালনা কমিটি নিয়ে প্রস্তাব উত্থাপিত হয়। তখন উপস্থিত ব্যবসায়ীরা সর্ব-সম্মতিক্রমে সভাপতি পদে আবুল বাসার খাঁন ও সাধারণ সম্পাদক পদে আবু সাইদ শেখকে নির্বাচিত করেন। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি বিধান দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মইন বাগাতি, কোষাধ্যক্ষ সঞ্জয় মল্লিক, কার্য নির্বাহী সদস্য আলম শেখ, সিরাজ সরদার, সমীরণ মল্লিক, মৃত্যুঞ্জয় বিশ্বাস, ওহিদুল হালদার, কঙ্কন দাস, ডাঃ সিনিগ্ধ চক্রবর্তী ও খলিল বিশ্বাস।