Thursday, October 16, 2025

ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিপাদকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ অক্টোবর ২০২৫ রোজ রবিবার সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, শিক্ষক ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব। এ কারণে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি উদযাপিত হয়। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।

একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একজন শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান এবং সমাজকে গড়ে তোলেন জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। তাই তাদের ভূমিকা জাতি গঠনের কারিগর হিসেবে অনন্য ও অপরিসীম। এই দিবসটি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের কাজকে মূল্যায়ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টেরিয়র গভমেন্টের সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয় ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং বর্তমান শিক্ষা উপদেষ্টা আবরার মহোদয় শিক্ষকদের কল্যাণে নিয়োজিত আছেন এজন্য তাদেরকে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ভাতা বৃদ্ধির বৃদ্ধির প্রস্তাব বিশ্বের অন্যতম নোবেলরিয়েট প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ মহোদয়কে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক রমেশ চন্দ্র সরদার, মোস্তাফিজুর রহমান, আকলিমা খাতুন, অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান এবং গীতা পাঠ করেন সহকারি শিক্ষক সুকুমার সরকার প্রমুখ। বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় ডি.বি ইউনাইটেড হাই স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article