Sunday, August 3, 2025

ট্রাম্পের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ ভাইরাল

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ভিডিও পোস্ট করেছেন তিনি এবং সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট জোকো উইদাদোর বিদায়ের পর গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয় প্রাবৌ সুবিয়ান্তোর। ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে বেইজিংয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে সোমবার ওয়াশিংটনে আসেন তিনি।

এদিকে স্থানীয় সময় আজ ১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার ওয়াশিংটনে পৌঁছেই নিজের মোবাইল ফোন থেকে ট্রাম্পকে ফোন করেন সুবিয়ান্ত; বলেন, আপনি যেখানেই থাকুন, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে গিয়ে অভিনন্দন জানাতে চাই, স্যার।

জবাবে ট্রাম্প বলেন, বেশ তবে তাই হোক, আপনি যখন খুশি (আমার কাছে) আসতে পারেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটনে গিয়েছেন প্রাবৌ সুবিয়ান্তো। তবে এর পাশাপাশি ট্রাম্পের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন কি না, সে সম্পর্কিত কোনো তথ্য দিতে পারেনি তার দপ্তর।

ফোনালাপে সদ্য সমাপ্ত নির্বচন নিয়ে সুবিয়ান্তোকে ট্রাম্প বলেন, আমরা ব্যাপকভাবে সাফল্য পেয়েছি। পেয়েছি। দলের লোকজন বলছে, যে গত ১০০ বছরে এমন জয় দেখা যায়নি।

ট্রাম্প আরও বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে তিনি খুব সম্মান করেন। প্রাবৌ’র ইংরেজিরও প্রশংসা করেছেন তিনি।

জবাবে ইন্দোনেশিয়ার সাবেক সেনা কর্মকর্তা ও বিশেষ বাহিনীর কমান্ডার প্রাবৌ বলেন, এর কৃতিত্ব মার্কিন প্রশিক্ষকদের, স্যার। আমি বেশ কয়েকবার প্রশিক্ষন নিতে যুক্তরাষ্ট্রে এসেছি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article