Friday, November 28, 2025

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু

Must read

 

আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে দুই আলমসাধুর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আজ ০৪ নভেম্বর ২০২৪ রোজ সোমবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকার ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শের আলী ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।

ঘোষপাড়া গ্রামের মাহফুজ জানান, আজ ০৪ নভেম্বর ২০২৪ রোজ সোমবার ভোরে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের শের আলী তার আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি আলমসাধুর সাথে তার সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের এস আই আব্দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ওই ব্যাক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। আমারও তাকে হাসপাতালে মৃত অবস্থায় পায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article