Friday, November 28, 2025

ঝিনাইদহে সদর উপজেলার ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

Must read

আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ, ঝিনাইদহ : আশ্বাস প্রকল্পের আওতায় ঝিনাইদহে সদর উপজেলার হলিধানী ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ নভেম্বর ২০২৪ রোজ রবিবার সকাল ১০টায় উন্নয়ন সংস্থা “রূপান্তর”এর আয়োজনে ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে এই কমশলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মশালায় হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এনামুল হক নিলু’র সভাপতিত্বে এবং আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার আল মামুন এর সঞ্চলনায় কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন আশ্বাস প্রকল্পের (ক্লাস্টার ২) এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু।

কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ ও বরাদ্দের সদ্বব্যবহার, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়।

উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, হলিধানী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলফাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক ওয়াহেদ সাদিক বকুল , বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার জামায়াতের আমির মোঃ জাকারিয়া, সেক্রেটারি মোঃ সমিদুল ইসলাম, কাতলামারী পুলিশ ক্যাম্প ইনচার্জ শুব্রত বিশ্বাস, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ আহমেদ বিশ্বাস সহ শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন মহল।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article