Tuesday, August 26, 2025

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্যমুল্যের দাবি

Must read

 

আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ প্রতনিধি : ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মুল্য নিশ্চিতের দাবী জানিয়েছেন জমিদাতারা। আজ ২৩ আগস্ট ২০২৫ রোজ শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা শহরের মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যে জমির বর্তমান বাজারমূল্য প্রতি শতক ৫ লাখ টাকা, সেই জমির মূল্য দেওয়া হচ্ছে ১৮’শ টাকা। অনেক মৌজার জমি বাণিজ্যিক শ্রেণির হলেও তা ডোবা এবং ডাঙ্গা শ্রেণীভুক্ত করা হয়েছে।

জমি অধিগ্রহণে ৮ ধারা নোটিশ জারির আগে ৭ ধারা নোটিশ জারি করে জেলা প্রশাসন। কিন্তু ৭ ধারা নোটিশের পরে স্থানীয় জমির মালিকদের সঙ্গে সরকারের সমন্বয়ের কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। জমির মালিকদের সঙ্গে শুনানি না করেই জেলা প্রশাসন ৮ ধারা জারি করেছে।

এতে কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ি থেকে বেজপাড়া পর্যন্ত মহাসড়ক সংলগ্ন ১৯ টি মৌজার শত শত জমির মালিক প্রকৃত জমির মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। তাই, অধিগ্রহণকৃত জমির ৮ ধারা প্রত্যাহার, পুনরায় সার্ভে করে স্থাপনা এবং জমির বর্তমান ন্যায্যমূল্য নির্ধারনের দাবি ভুক্তভোগীদের।

সংবাদ সম্মেলনে কালীগঞ্জ ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হাজী মো. শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ওবায়দুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন মিয়া, জালাল উদ্দীন, আবু জাফর প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article