Tuesday, August 26, 2025

খুলনা মহানগর শিবিরের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

Must read

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মো: নোমান হোসেন নয়ন বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুকুল বা প্রতিকূল বলে কিছু নেই। আমাদের জন্য প্রতিটি সময় বা যুগই চ্যালেঞ্জের। আমাদেরকে নৈতিকতার ভিত্তিতে যুগের চাহিদার আলোকে নিজেদের প্রস্তুত করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। কাজেই আমরা যেহেতু দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে তাকওয়ার ভিত্তিতে নিজেদের গড়ে তুলে জাগতিক শক্তি ও ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে। তবেই লক্ষ্য অর্জনে আমরা কামিয়াব হবো।

গত ৯ আগস্ট, ২০২৫ (শনিবার) নগরীর একটি মিলনায়তনে খুলনা মহানগর ছাত্রশিবির আয়োজিত ‘ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে’ উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপশাখা মজবুতিকরণ ও সংগঠন সম্প্রসারণ সপ্তাহ উপলক্ষে ‘ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে’ খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস। অন্যান্যদের উপস্থিত ছিলেন মহানগর শাখার অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, ‘আমাদের প্রত্যেকটি কাজ ইসলামের নির্দেশনার আলোকে পরিচালিত হতে হবে। দায়িত্বশীল হিসেবে আমাদের উচিত রাসূল (সা) এর স্নেহশীলতা ও করুণার গুণাবলি অর্জন করা। খোদাভীতিকে সাথে নিয়ে সকল কাজ করা উচিৎ।

সমাবেশে মহানগরীর সকল প্রাতিষ্ঠানিক ও আবাসিক ওয়ার্ডসমূহের নির্ধারিত দায়িত্বশীলরা অংশগ্রহণ করে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article