Friday, November 28, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত এবং এর প্রায়োগিক দিক নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের উদ্যোগে আজ ২৯ ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার ‘কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স: এডভান্সমেন্টস্ ইন বায়োমেডিকেল, এনার্জি এন্ড থার্মাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বেলা ২.৩০ মিনিটে গণিত ডিসিপ্লিনের ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন এন্ড সিমুলেশন ল্যাবে অনুষ্ঠিত এ সেমিনের আমন্ত্রিত বক্তা হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি (ইউটিএস) এর স্কুল অফ মেকানিক্যাল অ্যান্ড মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র লেকচারার ড. সাইদুল ইসলাম।
তিনি তাঁর আলোচনায় কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স (সিএফডি) ইন বায়োমেডিকেল, এনার্জি এন্ড থার্মাল ইঞ্জিনিয়ারিং, টপিক্স ইনক্লুইড মাল্টিফেজ পার্টিকেল-ল্যাডেন ফ্লো, এয়ার কোয়ালিটি এনালাইসিস, হাইড্রোজেন এনাজিং প্রোডাকশন, স্টোরেজ মডেলিং এন্ড দি ইউজ অব ফেজ-চেঞ্জ ম্যাটেরিয়াল ইন ইঞ্জিনিয়ারিং সিস্টেমস, গেইন ইনসাইটস ইনটু দি টেকনিক্স ফর সলভিং কমপ্লেক্স ফ্লুইড ডাইনামিক্স প্রবলেমস্ এন্ড দি ট্রান্সফরমেটিভ পোটেনশিয়াল অব সিএফডি অ্যাক্রোস ভ্যারিয়াস ডোমেইন বিষয়ে গুরুত্বারোপ করেন।
সেমিনারে সূচনা বক্তৃতা করেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article