খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ০১ সেপ্টেম্বর সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকী “বিশ^বিদ্যালয় দিবস ২০২৫”। বিশ্ববিদ্যালয় দিবস উদ্্যাপনের অংশ হিসেবে আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আইইপিটি এর পরিচালক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবসে আয়োজিত র্যালিতে অংশগ্রহণকারী হল সমূহের মধ্যে থেকে সেরা র্যালির স্থান করে নেওয়া হল সমূহ রোকেয়া হল (প্রথম), শহীদ স্মৃতি হল (দ্বিতীয়) ও ফজলুল হক হল (তৃতীয়)। এসময় বিজয়ীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার তুলে দেন অতিথিবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব সহ বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।