আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ২১ মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জামায়াত নেতৃবৃন্দ। উপজেলার বড়দল ও প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন বড়দল ইউনিয়ন পরিষদ প্রশাসক আক্তার ফারুক বিল্লাল। এ সময় বড়দল ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, সেক্রেটারী সেকেন্দার আলী, সাবেক মেম্বর হাফেজ রুহুল আমিন, টিম সদস্য আঃ গফুর, যুব বিভাগের সভাপতি মোঃ ওমর ফারুক, বড়দল পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিনয় কৃষ্ণ মিস্ত্রী, সাধারণ সম্পাদক কালি কিংকর মন্ডল, গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কমার মন্ডল, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলাই কৃষ্ণ মন্ডল। অপরদিকে উপজেলার প্রতাপনগরে দূর্গাপূজা মন্দির কমিটির সাথে জামায়াত নেতৃবৃন্দ মতবিনিময় সভা করছেন। সভায় প্রধান অতিথি ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন। এ সময় উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওঃ আল-আমিন সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ ও ২১টি মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারী উপস্থিত ছিলেন।