আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির শ্রীকলস গ্রামের সাবেক মেম্বর গোলাম মোস্তফা আর নেই (ইন্না লিল্লাহে……রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাত ১০.২০ মি. উপজেলা সদরের শ্রীকলস গ্রামের মুত্যু আছিরুদ্দীন সরদারের একমাত্র পুত্র সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তফা নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও ৫ কন্যা সন্তান রেখে গেছেন। মৃতান্তে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে আক্রান ছিলেন। মৃত্যুর কিছু আগে তিনি বুকের ব্যাথা অনুভব করার পর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আজ ০১ অক্টোবর ২০২৫ রোজ বুধবার বাদ জোহর বাড়ীর পাশে নামাজে যানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। যানাজায় ঈমামতি করেন মরহুমের নাতি হাফেজ জাহিদুল ইসলাম। যানাজায় শরিক হন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মরহুমের আত্মীয় স্বজন ও এলাকার বহু মুসল্লিগন।