আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে আশাশুনি উপজেলায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার উপজেলার শ্রীউলা ও কুল্যায় এ কর্মসূচি পালন করা হয়।
শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ও মাড়িয়া মৎস্য সেটে গনসংযোগ, ছাত্র শিবির নেতা শহিদ রফিক এর কবর জিয়ারত এবং পুঁইজালা বাজার ও কুল্যার গুনাকরকাটি সরঃ প্রাথঃ বিদ্যালয় মাঠে পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী মাওঃ আঃ বারী, এড. শহিদুল ইসলাম, শ্রীউলা ইউনিয়ন আমির মাওঃ লুৎফর রহমান, কুল্যা আমীর মাওঃ ইউসুফ হোসেন, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্র শিবির সভাপতি রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য এএইস এম রিফাত, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে দেশে বারবার ক্ষমতার পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, দুর্নীতিতে দেশ বারবার চ্যাম্পিয়ন হয়েছে—যা জাতির জন্য চরম লজ্জার। অসৎ নেতৃত্বের কারণেই দেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অপরাধী ছাড়া সব দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এ দেশে বসবাস করবে। সংসদে যেতে পারলে সাতক্ষীরা জেলাকে বৈষম্যমুক্ত করে সুষম উন্নয়ন নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
