Wednesday, July 2, 2025

আশাশুনির বুধহাটায় বীর মুক্তিযোদ্ধা রইচের রাস্ট্রীয় মর্যাদায় দাফন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় বীর মুক্তিযোদ্ধা এটিএম রইচ উদ্দীনকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ ২০ আগস্ট ২০২৪ রোজ মঙ্গলবার বিকালে নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাবাসপুর গ্রাম ও হাল সাকিন বুধহাটা গ্রামের অবঃ শিক্ষক মরহুম মোফাজ্জেল হোসাইনের পুত্র বীর মুক্তিযোদ্ধা এটিএম রইচ উদ্দীন (৮০) মঙ্গলবার সকাল ৯.২০ টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন উপস্থিত ছিলেন ও কফিনে জাতীয় পতাকা ও পুস্পস্তবক প্রদান করেন। এদিন বিকাল ৫.২০ টায় হাবাসপুর আহলেন হাদীছ জামে মসজিদ চত্বরে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের পোতা ছেলে হাফেজ মাহতির রহমান। সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর সরদার, বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার, জেলা আলীগ নেতা ফিরোজ কামাল শুভ্র, জামাত নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article