আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক টিটুলের মাতা খুকি বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
কুল্যা ইউনিয়নের আরার গ্রামের মরহুম ডাঃ মোজাম্মেল হকের স্ত্রী ও টিটলের মাতা নাজমা বেগম খুকি (৫৮) ১৯ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন লিভার সহ নানা জটিল সমস্যায় ভুগছিলেন। মৃতান্তে তিনি ৩ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। আজ ২০ জানুয়ারি ২০২৫ রোজ সোমবার বাদ জোহর নিজ বাসভবনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। জানাযায় ঈমামতি করেন, কাদাকাটি আহালে হাদিস জামে মসজিদের ঈমাম হাফেজ আব্দুল মালেক। জানাযায় শরিক হন জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ নুরুল আফসার মর্তুজা, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকী পরাশ, অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, সাবেক কোষাধাক্ষ নুর আলম, সাংবাদিক ইয়াছিন আরাফাত পিন্টু, মাওঃ এবিএম মনিরুজ্জামান সহ ও মরহুমার আত্মীয়-স্বজন ও বহু আলেম-ওলামা মুসল্লিগণ।
