আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে সানসাইন চাম্পাফুল প্রিমিয়ার লীগ (সিপিএল)–এর ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার সকাল ১০টায় খেলা উদ্বোধন করা হয়।
ফাইনাল ম্যাচে সুন্দরবন স্ট্রাইকারস ও মাহির ফাইটার্স মুখোমুখি হয়। ২৫ ওভারের খেলায় টসে জিতে মাহির ফাইটার্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে সুন্দরবন স্ট্রাইকারস ২১ ওভার ২ বলে ১৩৭ রানে অলআউট হয়। জবাবে মাহির ফাইটার্স ২৪ ওভার ৫ বলে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দাপুটে জয় তুলে নিয়ে মাহির ফাইটার্স সিপিএল শিরোপা জয়ের গৌরব অর্জন করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহির ফাইটার্সের শরিফুল ইসলাম। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন শাহিন সিনিয়র। খেলা পরিচালনা করেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন আবুল হোসেন ও মাসুম বিল্লাহ। ধারাভাষ্যকার ছিলেন আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সানসাইন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিপিএল সিজন ফোরের চ্যাম্পিয়ন ট্রফি দাতা মোহাম্মদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের জেলা সভাপতি ও চাম্পাফুল ইউপি চেয়ারম্যান প্রার্থী এমডি আলমগীর কবির।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
