আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার সন্ধ্যা ৭ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আবুল কাশেম সানার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান হোসেন, সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ, উপজেলা ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান প্রমুখ। সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য আবুল কাশেম সানাকে সভাপতি, মিজানুর রহমান সহ-সভাপতি, হযরত আলী সেক্রেটারী, আমির হামজা খোকন প্রচার সম্পাদক, জিয়াউল ইসলাম সমাজ কল্যা সম্পাদক ও আলতাফ হোসেনকে কার্যকরী সদস্য করে আংশিক কমিটি গঠন করা হয়।
