আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির কাদাকাটি ইউনিয়নের টিকাকাশিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কেসমত আলীকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
১০ নভেম্বর ২০২৪ রোজ রোববার দিবাগত রাত ৩ টার দিকে তিনি বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ….. রাজেুন)। কেসমত আলী টিকাকাশিপুর গ্রামে শ্বশুর মৃত. আলম সানার বাড়িতে বসবাস করতেন। মৃতান্তে তিনি ১ পুত্র ও ৫ কন্যা সন্তান রেখে গেছেন। আজ ১১ নভেম্বর ২০২৪ রোজ সোমবার বাদ জোহর টিকাকাশিপুর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মসজিদের ইমাম মাওঃ আব্দুস সবুর সানা। এর আগে একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় ইউএনও প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ইউপি সদস্য রমজান আলী মোড়ল সহ এলাকার সর্বস্তরের মুসল্লিবৃন্দ অংশ নেন।
