Friday, November 28, 2025

আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার সকাল ১০.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাব মিলনায়তনে ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন এর প্রতিনিধি এসআই রাজীব মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সেক্রেটারী এসকে হাসান, আশাশুনি বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, প্রেস ক্লাবের সহ সভাপতি সচ্চিদানন্দদে সদয়, আঃ আলিম, সাবেক সেক্রেটারী সমীর রায়, জাকির হোসেন, এনজিও বারসিক উপজেলা কো-অর্ডিনেটর আসাদুল ইসলাম আসাদ, আইডিয়াল প্রতিনিধি সুব্রত কুমার বাছাড়, কালিবাড়ী বাজার কমিটির সহ সভাপতি জাকির হোসেন, আশাশুনি উপজেলার যুব ফোরামের দেলোয়ার হোসেন, সামিউল ফেরদৌস প্রমুখ আলোচনা রাখেন। বক্তারা প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরে বলেন, এই দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। রূপান্তরের পক্ষ থেকে জানানো হয়, তারা স্থানীয় বাজারে পলিথিনের ব্যবহার বন্ধে দোকানদারদের পলিথিনের বিকল্প ব্যাগ সরবরাহ করতে শুরু করেছে। ক্রেতাদের পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে দোকান মালিকদের উৎসাহিত করা হবে। পরিশেষে সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article