Tuesday, January 20, 2026

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR), জলবায়ু পরিবর্তন অভিযোজন (CCA), আগাম সতর্কবার্তা, উদ্ধার, সরিয়ে নেওয়া ও জরুরি সাড়া প্রদান দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার্স প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। আজ ২০ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ৯টায় আশাশুনি ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর অরফান অ্যান্ড পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস (MABFO)-এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-111) প্রকল্পের আওতায় উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিআইও আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (শ্রীউলা), মোঃ শরীতুল্লাহ (আশাশুনি সদর)। প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, আব্দুল আলিম শেখ, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, ব্র্যাক ইউনিভার্সিটি ও সহ-প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, স্টেভ রয় রুপন, স্বাধীন পরামর্শক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ, যিনি পরিবর্তনশীল জলবায়ু প্রেক্ষাপটে কমিউনিটি রেজিলিয়েন্স গঠনে বিশেষজ্ঞ। বক্তারা বলেন, এ ধরনের রিফ্রেশার্স প্রশিক্ষণ মাঠপর্যায়ে কর্মরত জনবল ও স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর সাড়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ সহনশীলতা আরও জোরদার করবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article