Wednesday, September 17, 2025

আশাশুনিতে জিওবি-ইউনিসেফ প্রকল্পের ফেইজ আউট মিটিং

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতাবৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ ইউনিয়ন ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ইনভারনমেন্ট এন্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসি) কলারোয়া সাতক্ষীরার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ইপিআরসি ঢাকার প্রোগ্রাম অফিসার তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় ইপিআরসি ঢাকার কর্মকর্তা আবু জাহিদ শিপন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দিপ, দরগাহপুর প্যানেল চেয়াম্যান মুকুল, খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুসহ ৪ ইউনিয়নের কমিটির সদস্য, সুফল ভোগি প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। অনুষ্ঠানে কাদাকাটি, দরগাহপুর ইউনিয়নকে শতভাগ আর্সেনিক মুক্ত ও (ওডিএফ) স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনযুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয় এবং বিভিন্ন ব্যক্তিকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article