Friday, November 28, 2025

আশাশুনিতে উপজেলা পর্যায়ে ল্যান্ডস্কেপ ব্যবস্থানায় পরিকল্পনা শেয়ারিং সভা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনায় পরিকল্পনা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সী এর সহায়তায় উত্তরণ ল্যান্ডওয়াটার প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। টেকনিক্যাল অফিসার সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রকল্পের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, মনিটরিং অফিসার মেহদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সন্যাসী মন্ডল, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য ইয়াছিন আলী। সভায় প্রজেক্ট ম্যানেজার ফওজুল কবীরসহ অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুফলভোগিরা আলোচনা রাখেন। সভায় প্রকল্পের আওতায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখারী, উত্তর পুইজালা ও প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে বিপর্যস্ত চিত্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ পরিচালনার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে পুঙ্খানুপুঙ্খু সার্ভে শেষে বিপর্যয়ের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষের সুচিন্তিক মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২৫ সালের বাজেট পরিকল্পনা উপস্থাপন করা হয়। ২০২৫ সালে এলাকার ব্রীজ নির্মান, আয়বর্ধক কর্ম সংস্থান, ঘর মেরামত, রাস্তা ইটের সোলিং, বেড়ী বাঁধে কাজ করা, সুপেয় পানির প্লান্ট নির্মানসহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়। এজন্য চাকলায় ৩৫ লক্ষ ৯৫ হাজার টাকা, উত্তর পুইজালায় ৩৪ লক্ষ ১৫ হাজার টাকা ও হাজরাখালীতে ৩২ লক্ষ ৯৯ হাজার ১০০ টাকার বাজেট পেশ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article