আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে আরও সুবিধা হস্তান্তরের বিষয়ে স্থানীয় সরকার এবং প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সেফ দ্যা চিল্ড্রেন এর সহায়তায় উত্তরণের বাস্তবায়নে পাইলটিং সেফ ওয়াটার ম্যানেজমেন্ট সিসটেম ফর ক্লাইমেট এ্যাফেক্টেড ফ্যামিলিস ইন সাতক্ষীরা প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং প্রকল্প অবহিতকরণ কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে কথা বলেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর এম আবু হাসনাত, প্রজেক্ট অফিসার সাইদুজ্জামান রোমেন ও শেখ আবু তাহের, ফিল্ড অর্গানাইজার আব্দুল্লাহেল বাকী, ফারহানা দিবা ও সেফ দ্যা চিলড্রেন প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক। সরকারি কর্মকর্তাদের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম ও উপকারভোগিদের মধ্যে বুধহাটা ইউপির মেম্বার শীষ মোহাম্মদ জেরী প্রমুখ আলোচনা রাখেন।
