আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। আজ ২২ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যুব সভায় এ কমিটি গঠন করা হয়।
মাছুম বিল্লাহ সরদারের সভাপতিত্বে সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সমাজ সেবক হাফেজ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য মাছুম বিল্লাহ সরদারকে সভাপতি, ইসমাইল হোসেন ও বেলাল হোসেনকে সহ-সভাপতি, আব্দুর রহিম ডালিমকে সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন সহ-সম্পাদক, তোফায়েল আহমেদ সাংগঠনিক সম্পাদক, হাসান আলী সহ-সাংগঠনিক সম্পাদক, ইসরাফিল হোসেন বাইতুলমাল সম্পাদক, রাশিদুজ্জামান সহ-বাইতুলমাল সম্পাদক, আসাদুল্লাহ প্রচার সম্পাদ ও জিয়ারুল ইসলামকে সহ-প্রচার সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ২ নং ওয়ার্ড যুব বিভাগের আংশিক কমিটি গঠন করা হয়।