আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ ২০ জানুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১০.৩০ টায় মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার ও থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৪টি গ্রুপে ১২টি ইভেন্টে অংশ নেয়। বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে।
